বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ বর্ষপূর্তি পালন করছে ঐতিহ্যবাহী বালুরঘাট কলেজ।

0
393

বালুরঘাট,দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা, ৫ ডিসেম্বর:-  বছরব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে ৭৫ বর্ষপূর্তি পালন করছে ঐতিহ্যবাহী বালুরঘাট কলেজ। যা আগামী ২০ তারিখ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত একটি সাংস্কৃতিক মূলক সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। সেই অনুষ্ঠান সুষ্ঠুভাবে পালন করতে এগিয়ে আসলো কলেজের প্রাক্তনী সমিতি। মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ ও পরিচালন সমিতির সভাপতির হাতে তারা ৭০ হাজার টাকায় চেক তুলে দেন।

প্রাক্তনী সমিতি কলেজের বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই যন্ত্রপাতি কিনে দেওয়া থেকে শুরু করে একাধিক মূল্যবান বই দিয়েছেন। তাছাড়াও, কলেজের বাতানুকুল ঘর তৈরি করার ক্ষেত্রেও এগিয়ে এসেছিলেন তারা। কলেজের দত্তক নেওয়া মালঞ্চা গ্রামে তারা টিউবওয়েল বসানো, বিভিন্ন সচেতনতামূলক প্রচার, স্বাস্থ্য শিবির সহ একাধিক কাজ করে চলেছে। কলেজের এক ছাত্র আইআইটি মুম্বাইয়ের সুযোগ পেয়েছেন। আর্থিক ভাবে তার পাশে দাঁড়াতে প্রাক্তনী সমিতি একমাস আগেই ৫০ হাজার ৫০০ টাকা তাকে সাহায্য করেছে। প্রাক্তনী সমিতিকে কুর্নিশ জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. পঙ্কজ কুণ্ডু।

তিনি বলেন, ‘কলেজে প্রাক্তনী সমিতি একটি শক্তিশালী অঙ্গ। দীর্ঘদিন ধরে কলেজের উন্নয়নে কাজ করে চলেছেন তারা। সমাজের বিভিন্ন জায়গায় উচ্চপদে সমিতির সদস্যরা রয়েছেন। কলেজের সমাপ্তি অনুষ্ঠান আয়োজন করতে তারা আমার হাতে অনুদানের চেক দিয়েছেন। আশা করছি আগামী দিনেও বিভিন্ন পর্যায়ে তাদের পাশে পাব।’

কলেজের পরিচালক সমিতির সভাপতি অর্পিতা ঘোষ জানান, ‘কলেজের একটি সম্পদ এই সমিতি। কলেজের সঙ্গে তাদের আত্মিক সম্পর্ক এখানে প্রতিফলিত হয়েছে। তাদের অনুদানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে অনেকটাই সাহায্য হবে। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

প্রাক্তনী সমিতির সম্পাদক অধ্যাপক ড. দেবাশীষ নন্দীর কথায়, ‘আমরা কলেজের দুঃস্থ পড়ুয়াদের নিয়মিত পাশে দাঁড়াচ্ছি। প্লাটিনাম জুবিলীর সমাপ্তি অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত শিল্পী সুস্মিতা পাত্র আসছেন। তার সাম্মানিক বাবদ আমরা ৭০ হাজার টাকার চেক কলেজের হাতে তুলে দিয়েছি। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে কলেজের অবদান অনস্বীকার্য। এখন যথাসাধ্য ফিরিয়ে দেওয়ার পালা।’