পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বুধবার দুপুরে বর্ধমান-২ ব্লকের জামতলা মোড়ের শিলেপাড়খ এলাকায় বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক জ্যোতিষীর পঁচা গলা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শক্তিগড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশমর্গে পাঠায় পুলিশ। এক এলাকাবাসী জানান, বেশ কয়েকদিন ধরে ওনাকে এলাকায় দেখা যাচ্ছিল না এবং এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। উনি একাই থাকতেন।ওনার বাড়িতে গিয়ে আমরা দেখি দরজা বন্ধ এবং একটি জানলা খোলা ছিল সেখান থেকে আমরা উঁকি দিয়ে আমরা দেখতে পাই ঘরের মধ্যে পড়ে আছেন । তৎক্ষণা শক্তিগড় থানার খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসী মৃত জ্যোতিষীর সঠিক পরিচয় দিতে পারেনি । ওনার বাড়ির দেয়ালের গায়ে জ্যোতিষ শাস্ত্রের বোর্ডে নাম লেখা ছিল জ্যোতিষ শ্রী শিবনারায়ণ শাস্ত্রী, বয়স আনুমানিক ৬৫ বছর।