বালুরঘাটের সবজি ব্যবসায়ী এবং পাইকারি সবজি ব্যবসায়ীদের বিবাদের জেরে ব্যবসা ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য আজ থেকে শুরু হল।

0
151

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটের সবজি ব্যবসায়ী এবং পাইকারি সবজি ব্যবসায়ীদের বিবাদের জেরে ব্যবসা ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য আজ থেকে শুরু হল। করোনা সংকটের সময় এক জায়গায় যেতে বেশি মানুষ ভিড় না করে সেই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পাইকারি সবজি ব্যবসায়ীদের তহ বাজার এলাকা থেকে সরিয়ে এনে বালুরঘাটের আন্দোলন সেতু এলাকায় স্থানান্তরিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। তারপর থেকেই পাইকারি সবজি ব্যবসায়ীরা বালুরঘাটের আন্দোলন সেতু এলাকাতেই তাদের বেচাকেনা সকাল ছটা থেকে সকাল ন’টার মধ্যে শেষ করে তারা আবার বাড়ি ফিরে যান। বালুরঘাটের সবজি ব্যবসায়ীদের দাবি ওই পাইকারি সবজি ব্যবসায়ীদের কাছ থেকে আন্দোলন সেতু এলাকা থেকেজিনিস কিনে তহ বাজারে এসে দোকান করতে তাদের সমস্যায় হয়। তাই পুনরায় ওই পাইকারিদের প্রশাসনের পক্ষ থেকে তহবাজারে স্থানান্তরিত করতে হবে। অপরদিকে পাইকারি সবজি ব্যবসায়ীদের দাবি তাদের জোড়া ব্রিজ এলাকাতেই দোকান করতে সুবিধা। দুই পক্ষের মধ্যে এজন্য রয়েছে। বালুরঘাটের সবজিদের দামি প্রশাসনের পক্ষ থেকে ওই পাইকারি সবচেয়ে ব্যবসায়ীদের তহ বাজার এলাকাতে স্থানান্তরিত করতে হবে। প্রশাসনের কাছে বারবার দাবি জানিয়েও প্রশাসন কোন সবজি ব্যবসায়ীদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা ধর্মঘটের হয়েছে। পাইকারি সবজি ব্যবসায়ী এবং সবজি ব্যবসায়ীদের কোন্দলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। যদিও বালুরঘাটে পৌর পিতা অশোক মিত্র জানান বিষয়টি তারা দুই পক্ষের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন এবং জেলা শাসকে জানানো হয়েছে।