পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ন্যাক হচ্ছে সরকারি সংস্থা, যারা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট দেয়। সেই কলেজগুলি এ প্লাস, এ না বি প্লাস, বি এই সার্টিফিকেট অনুযায়ী কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি সরকারি সুবিধা পায় এবং টাকাও পায়। তার আগে তারা কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি পরিদর্শন করে। বিভিন্ন জিনিস খতিয়ে দেখে তারপর যদি কলেজে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি ঠিক থাকে এ প্লাস এ, বি প্লাস, বি সার্টিফিকেট দেয়। সেই মর্মে বৃহস্পতিবার অর্থাৎ ৭ ই ডিসেম্বর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে ওয়াকসপ অনুষ্ঠিত হয়। এই ওয়াকসপ শহর বর্ধমানের ওমেন্স কলেজে অনুষ্ঠিত হয় । এই বিষয় নিয়ে ডক্টর প্রদীপ্ত সেনগুপ্ত বিস্তারিত আলোচনা করেন এই ওয়ার্কশপে।