জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এক বৃদ্ধার আত্মহত্যা করার হাত থেকে প্রাণে বাঁচালো এলাকার বাসিন্দারা সহ বাইরের কিছু মহিলারা। এরপর মহিলা পুলিশের মাধ্যমে বৃদ্ধার প্রকৃত বাড়িতে তুলে দেয়ার কাজে হাত বাড়ালো একটি সেচ্ছা সেবী সংগঠন
।পারিবারিক অশান্তির কারণে এক বৃদ্ধা করলা নদীতে আত্মহত্যা করার চেষ্টা করার সময়ে তাকে বাঁচালো কিং সাহেব এলাকার কিছু মানুষ।সাথে যথেষ্ট সহযোগিতা করে ওই রাস্তা দিয়ে যাবা তুই মহিলা। এরপর জলপাইগুড়ি মহিলা থানার মাধ্যমে সেই বৃদ্ধা মহিলাকে বাড়িতে ফিরিয়ে দিল। জানা গেছে বুধবার একটা নাগাদ জলপাইগুড়ি শহরের কিংসায় ঘাট এলাকায় করলা নদীতে হঠাৎই ঝাপ দেন বছর 70 এর এক বৃদ্ধা মহিলা ।তিনি সেবাগাম এলাকায় বসবাস করেন। বাড়িতে রয়েছে তার ছেলে, ছেলের বউ ও নাতি। ঝাঁপ দেবার দৃশ্য দেখে কয়েকজন মহিলা ও এলাকার বাসিন্দারা সেই মহিলাটিকে জল থেকে তুলে। এরপর মহিলা থানার মাধ্যমে সেই বৃদ্ধাকে তার বাড়িতে তুলে দেবা হয়েছিল। জলপাইগুড়ি মহিলা পুলিশ ও প্রকাশ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেই মহিলার বাড়ি ফেরানোর কাজে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন বলেই সেই মহিলা আজ বাড়িতে নিরাপদে ফিরেছিলেন এমনটাই মনে করছেন এলাকার বাসিন্দারা