লাইব্যেরি : লাজু চৌধুরী।

0
219

সব কিছুর শুরু আছে। শুরুর কোন শেষ নেই। আমরা যখন পৃথিবীতে আসি আমরা কেউ জানি না আমাদের পরিচয়
কি? এক ধরনের এতিম যখন আস্তে আস্তে বড় হই তখন আমরা বুঝতে পারি আমাদের পরিচয় আমাদের একটি পরিবার যেখান থেকে বেড়ে ওঠা। জীবন চলার গতি জীবনের অর্থ কি?
In my opinion, life begins after 20 years. বাবা মা ছায়ায় ছেলে মেয়ে 20 বছর পযন্ত পার করে দেয়। তারপর
তারা ভাবতে থাকে কোথা থেকে জীবন শুরু হবে। তখন তাদের মস্তিষ্কে Various roads have been made, আমরা
কখনও কখনও ভাবি অপেক্ষার মত জঘন্য আর কিছু নেই
কিন্তু প্রেক্ষাপটে আমাদের গড়া সভ্যতার কাছে সত্যের কোন মূল্য নেই। আমরা মূলবোধ হারিয়ে ফেলেছি আমাদের
come on and wait কমে যাচ্ছে। কথায় বলে বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ। আমরা আবেগকে বিবেক কে কবর দিচ্ছি প্রতি মূহুর্তে। তোমার পাঁচতলা বাড়ি হচ্ছে আর আমি এক যুগ ধরে একতলা বাড়িতেই আছি।
এসব থেকে Depression ভুগছে। নিজের বাড়িটাকে নিজের মনে করে ভাবুন। কত মানুষ আছে প্রতিদিনই ভাবে মরে যাবো আবার প্রতিদিনই বেঁচে থাকার কত আয়োজন।
মানুষ একাকিত্ব হতাশা আমাদেরকে অক্টোপাশের মতো জড়িয়ে আছে। Happiness টা হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে আবার কিছু বিষয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সব ভালো লাগাকে জায়গা করে দিতে নেই,আশাহীনতা জীবনের অংশটাকে বাদ দিন। আমাদের
মনের অনুভুতি আমাদের চিন্তা শক্তি আমাদের মনের ভাব প্রকাশকে একটি লাইব্যেরি তৈরি করুন।
নিজের সাথে নিজেই কাউন্সেলিং করুন। ভালো থাকার অভিনয় থেকে বেড়িয়ে আসুন। নিজেকে সুন্দর ভাবে বহিঃপ্রকাশ করুন । জীবনটা সস্তা চায়ের মত নয়।