সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে হয়রানির শিকার হতে হচ্ছে কৃষকদের।

0
293

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রে হয়রানির শিকার হতে হচ্ছে কৃষকদের। বৃহস্পতিবার মালদহে বামনগোলার ডাঙ্গাপাড়া কৃষক বাজারের ঘটনাটি ঘটে। ওই ধান ক্রয় কেন্দ্র আসা কৃষকদের অভিযোগ, যে, সকাল থেকে কৃষকেরা বৃষ্টিতে ভিজে ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করতে এসছে। দীর্ঘক্ষণ পেরিয়ে গেল ও ধান বিক্রি করতে পারছে না বলে অভিযোগ। তাদের আরো অভিযোগ যে নিম্নচাপের জেরে ধানের আদ্রতা বেশি থাকায় মিল মালিকরা কৃষকদের কাছে ধালদা দাবি করছে। ধলতা না দিলে ধান নিতে অস্বীকার করে এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা মিল মালিকদের ঘিরে তিন ঘন্টা ধরে বিক্ষোভ দেখায়। এই ঘটনায় বামনগোলা ব্লকের বিডিও রাজু কুন্ডু জানান সরকারি নির্দেশিকা রয়েছে ১৭ শতাংশের বেশি আর্দ্রতা থাকলে সেই ধান মিল মালিকরা নেবেন না। কিন্তু নিম্নচাপের জেরে ধানের আদ্রতা ১৭শতাংশের বেশি রয়েছে আমরা মিল মালিকদের অনুরোধ করবো কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার জন্য। বি ডি ওর অনুরোধে ওই কেন্দ্রে সন্ধ্যার পর থেকে ধান কেনা শুরু করে মিল মালিকরা এরপরেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন কৃষকেরা।