নিজস্ব সংবাদদাতা, বালুরঘাটঃ- বালুরঘাট – শিয়ালদার ট্রেন চালুর দক্ষিন দিনাজপুর জেলাবাসির দীর্ঘ দিনের দাবি অবশেষে পুরন হতে চলেছে। আজ রেলমন্ত্রকের তরফে এই নতুন ট্রেন চালু হবার ছাড়পত্র পাওয়া গেছে। জেলাবাসির দীর্ঘদিনের এই দাবির জন্য সংসদ হওয়ার পর থেকেই সুকান্ত মজুমদার রেলমন্ত্রক ও রেলমন্ত্রীর সাথে দেখা করে দাবি সনদ তুলে দিয়েছিলেন। পাশাপাশি জেলার রেল যোগাযোগের ক্ষেত্রে নানান উন্নয়নমুলক কাজ দ্রুত রুপায়নের ব্যাপারে অগ্রনী ভূমিকা নিয়েছিলেন সুকান্ত মজুমদার।অবশেষে আজ রেলমন্ত্রক থেকে বালুরঘাট থেকে শিয়ালদাগামী নতুন ট্রেন চালুর ছাড়পত্র মেলায় তিনি জেলাবাসিকে খুশির খবর জানিয়েছেন।
রেলের তরফে জানানো হয়েছে খুব শিঘ্রি বালুরঘাট থেকে প্রত্যেকদিন সরাসরি শিয়ালদার মধ্যে নতুন একটি ট্রেন চালু করা হবে। আজীমগঞ্জ, কাটোয়া, ব্যান্ডেল রুট হয়ে এই ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে। বালুরঘাট থেকে সন্ধ্যে ৭ টায় ট্রেনটি ছেড়ে ৯টাতে মালদা হয়ে ভোর ৪ টায় শিয়ালদহে পৌছবে।উল্টোদিকে শিয়ালদহ থেকে রাত সাড়ে ১০ টায় ছেড়ে সকাল সাড়ে আটটায় বালুরঘাটে এসে পৌছবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আর এইখবর দক্ষিন দিনাজপুরে ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া সব মহলে। তবে মনে করা হচ্ছে চলতি মাসের বড়দিন বা আগামী বছরের শুরুতেই এই মতুন ট্রেন বালুরঘাট থেকে যাত্রী নিয়ে শিয়ালদার উদ্দেশ্যে ছুটবে।