পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-স্বচ্ছ ভোটার তালিকা করার দাবিতে ডেপুটেশন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এক ও দুই সিপিআইএম এরিয়া কমিটির তরফে বর্ধমান উত্তর মহাকুমা শাসকের কাছে দেওয়া হয় ডেপুটেশন। ডেপুটেশন শেষে একটি পথসভাও করা হয় কার্জন গেট চত্বরে। সিপিআইএম নেতা দীপঙ্কর দে জানিয়েছেন,আমাদের বর্ধমান যে দক্ষিণ বিধানসভা কেন্দ্র আছে সেখানের ভোটার তালিকা কে প্রশাসন স্বচ্ছ করতে পারেনি। অসংখ্য মৃত ভোটার যারা মারা গেছেন কেউ দেড় বছর আগে আবার কেউ কেউ চার বছর আগে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাদের নাম এখনও ভোটার তালিকায় রয়ে গেছে। আবার কিছু কিছু ভোটার আছে যারা স্থানান্তরিত হয়েছে এখানেই থাকে না তাদের দুই জায়গাতেই ভোটার তালিকায় নাম। নির্বাচন কমিশন বারবার বলছেন ভোটার তালিকা স্বচ্ছ করতে হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য ভুয়া ভোটার দ্বারা ভোটার তালিকায় ভরিয়ে দেওয়া যাতে করে তারা নির্বাচনে এগিয়ে থাকতে পারে