হস্ত চালিত তাঁত শিল্প নিয়ে এক আলোচনা সভায় নদীয়া জেলার জেলা শাসক।

0
235

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  তাঁত শিল্প পুনরুজ্জীবন স্বনির্ভর দল প্রসঙ্গে এক আলোচনা সভার অনুষ্ঠানে উপস্থিত জেলাশাসক সহ প্রশাসনের শীর্ষকর্তারা। এদিন নদীয়ার শান্তিপুর ফুলিয়ার সুকান্ত ভবনে শান্তিপুরের হস্ত চালিত তাঁত শিল্প নিয়ে আয়োজন করা হয় এক আলোচনা সভার। সেখানে উপস্থিত ছিলেন, শান্তিপুরের বিভিন্ন এলাকার স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের আধিকারিক ও তাঁত শিল্পর সাথে যুক্ত বিভিন্ন ব্যবসায়ীরা। সেখানেই বর্তমান শান্তিপুরের তাঁত শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে সরাসরি নদিয়া জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদকে তুলে ধরেন। যদিও এই আলোচনা সভার মধ্যে দিয়ে শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী আগামী দিনে তাঁত শিল্পকে কিভাবে বাঁচানো যায় সেই নিয়েও ব্যাখ্যা করেন। তবে নিজেদের স্বনির্ভর থেকে কিভাবে আরো উন্নত করা যায় সেই নিয়ে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। যদিও এই আলোচনা সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক এস অরুন প্রসাদ বলেন, আমাদের জেলাতে প্রায় ১ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। গত বছর আরো ১৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী বেড়েছে। আমরা চেষ্টা করছি ব্যাংক থেকে প্রত্যেকটা গোষ্ঠী যাতে লোন নিয়ে তাদের তাঁত শিল্প আরো বাড়াতে পারে, আর শাড়ি বিক্রির ক্ষেত্রে সরকার যথেষ্টই সহযোগিতার হাত বাড়িয়েছে। আগামী দিনে এই তাঁত শিল্পকে বাঁচানোর জন্য সরকার নিশ্চয়ই আরো পদক্ষেপ গ্রহণ করবে।