পূর্ব মেদিনীপুর-মেছেদা, নিজস্ব সংবাদদাতা:- অভিনব পদ্ধতিতে ব্যাংক একাউন্ট থেকে লক্ষ টাকা গায়েব। এবার নতুন প্রতারণার শিকার হলেন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার এক ব্যবসায়ী কোনো ওটিপি কোনো ফোন কোনো ম্যাসেজ কোনো লেনদেন ছাড়াই ব্যাংক একাউন্ট থেকে দশ মিনিটে দুটো অ্যাকাউন্ট থেকে দফায় দফায় লক্ষ টাকা হাতিয়ে নিলো হ্যাকাররা। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার ব্যাবসায়ী শশাঙ্ক সামন্ত কলকাতার ফুলবাগানের অ্যাপোলো হাসপাতালে নিজের হোল বডি চেকআপ করার জন্যে অনলাইনে Qr কোড স্ক্যান করে টাকা পেমেন্ট করেন, তার পরেই দশ মিনিটের মধ্যেই মেছেদা স্টেট ব্যাংক ও কোলাঘাটের ইউকো ব্যাংক এর অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ ছয় হাজার টাকা গায়েব হয়ে যায়। তবে টাকা লেনদেন এর কোনো ওটিপি ফোনে আসেনি। শুধু তার দুটি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার এসএমএস আসে ফোনে। তবে যে অ্যাকাউন্ট এ টাকা ক্রেডিট হয়েছে সেই অ্যাকাউন্ট গুলি দিল্লি মুম্বাই রাজস্থান এর। এই নিয়ে ব্যাবসায়ি শশাঙ্ক সামন্ত সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দুটি ব্যাংক এর ম্যানেজার কেও লিখিত জানিয়েছেন। এবং মেছেদার ব্যাবসায়ি শশাঙ্ক সামন্ত তিনি জানিয়েছেন যে অনলাইন লেনদেন করার সময় যেনো বেশী বেশি করে সতর্কতা অবলম্বন করেন। আর এই নিয়ে ব্যাবসায়ি মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রশ্ন উঠছে অ্যাপোলো হাসাতালের নিজস্ব QR স্ক্যানার এ টাকা পেমেন্ট করার পরে কিভাবে হ্যাকার রা সেই QR হ্যাক করে টাকা গায়েব করছে এবং যারা অনলাইনে পেমেন্ট করছেন তারা কতটা সুরক্ষিত! প্রশ্ন থাকছে
Home রাজ্য দক্ষিণ বাংলা QR স্ক্যান করে টাকা পেমেন্ট করার কয়েক মিনিটের মধ্যেই একাউন্ট থেকে গায়েব...