দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের আইএনটিটিইউসিরর ব্লক ও টাউন কমিটির উদ্যোগে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড ট্যাক্সি ইউনিয়নের ব্যবস্থাপনায় ২৫ তম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো। মূলত, শনিবার সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আইএনটিটিইউসিরর বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো ও একটি পথসভা করা হয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের তরফে। উপস্থিত ছিল, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাশ, জেলা আইএনটিটিইউসিরর সভাপতি নামিজুর রহমান, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশান্ত ভট্টাচাৰ্য, গঙ্গারামপুর আইএনটিটিইউসিরর শহর সভাপতি রাজু ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি এই দিন উপস্থিত তৃণমূল কংগ্রেস ও শ্রমিক ইউনিয়নের প্রত্যেক নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও শ্রমিক সংগঠনের দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করলেন। এই বিষয়ে রাজ্য তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসির জেলা সভাপতি নামিজুর রহমান একসাথে একযোগে বলেন, “আজ সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরেও আইএনটিটিইউসির ২৫তম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো। এবং আজ সমস্ত শ্রমিক সংগঠনের ভাই ও দাদাদের শ্রদ্ধা জানাই। পাশাপাশি রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ ও বঞ্চনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং গতকাল অর্থাৎ শুক্রবার লোকসভা থেকে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে যেভাবে গণতন্ত্র হত্যা করে বহিষ্কার করা হলো তার তীব্র প্রতিবাদ জানায় আগামী নির্বাচনে এই বাংলার মানুষ জবাব দেবে, তার জন্য তৈরি রয়েছে”। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড চত্বরে আইএনটিটিইউসির ২৫ তম বার্ষিকী প্রতিষ্ঠা উদযাপন দিবসে তৃণমূল কংগ্রেস ও শ্রমিক সংগঠন সহ এলাকার প্রচুর মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আইনটিটিইউসির বার্ষিকী প্রতিষ্ঠা দিবস উদযাপিত হলো।