শান্তিপুর পাবলিক লাইব্রেরির আধুনিকীকরণের পরিদর্শনে জেলাশাসক।

0
169

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  ইতিহাস প্রসিদ্ধ নদিয়ার শান্তিপুরের বহু পুরনো এবং বহু ইতিহাসের সাক্ষী শান্তিপুর পাবলিক লাইব্রেরী। যেখানে বিশ্ববরেণ্য বহু মনীষীর পদধূলি পড়েছে। এবার শান্তিপুর পাবলিক লাইব্রেরির মান উন্নয়ন এবং পরিকাঠামোগত আধুনিকীকরণের জন্য এগিয়ে আসলো জেলা প্রশাসন । এদিন শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে উপস্থিত, নদীয়া জেলার একাধিক শীর্ষ কর্তারা। এদিন শান্তিপুর পাবলিক লাইব্রেরী পরিদর্শনে আসেন শান্তিপুরের বিধায়ক ডঃ ব্রজ কিশোর গোস্বামী ,জেলা শাসক এস অরুণ প্রসাদ, রানাঘাটের এসডিও সহ একাধিক শীর্ষস্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। গোটা পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণ ঘুরে জেলা শাসক এস অরুনপ্রসাদ জানাচ্ছেন, বহু পুরনো এবং এত মনীষীদের স্মৃতি বিজড়িত এই লাইব্রেরী। তার মান উন্নয়ন এবং কিভাবে পরিকাঠামগত উন্নয়ন করা যায় তার ব্যবস্থা প্রশাসনিকভাবে দ্রুত করা হবে।