পুকুর থেকে মাছ ছেকতে গিয়ে জালে ধরা পড়ল মাঝারি আকারের একটি কচ্ছপ।

0
390

নিজস্ব সংবাদদাতা, জলপাইগপড়িঃ- পুকুর থেকে মাছ ছেকতে গিয়ে জালে ধরা পড়ল মাঝারি আকারের একটি কচ্ছপ। ঘটানটি ঘটেছে শহরের পান্ডাপাড়া কালীবাড়ি সংলগ্ন এলাকায়। এদিন দুপুরে পুকুরের জল ছেকে মাছ ধরার সময় স্থানীয় বাসিন্দা বিষ্ণু চক্রবর্তীর নজরে আসে বিষয়টা। তিনি তৎক্ষণাৎ কচ্ছপটিকে জাল থেকে বের করে পাশের ফাঁক জমিতে রেখে ফোন করে খবর দেন এক সেচ্ছাসেবী সংস্থাকে।

কিছুক্ষণের মধ্যেই গ্রিন জলপাইগুড়ি সেচ্ছাসেবী সংস্থার থেকে কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যান এবং বন বিভাগের হাতে তুলে দেন। সংস্থার তরফে জানানো হয় কচ্ছপটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল কচ্ছপ। কিভাবে এটি এই পুকুরে এল বা আর কোন কচ্ছপ রয়েছে কিনা সে বিষয়েও নজর রাখছেন তারা।

অন্যদিকে, কচ্ছপ উদ্ধারকারী বিষ্ণু চক্রবর্তী জানান, আমাদের এই এলাকায় পুকুর থেকে প্রথম কচ্ছপ উদ্ধার হল। এটি বিরল প্রজাতির প্রাণী। তাই কচ্ছপটি আমরা সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বন বিভাগের হাতে তুলে দিয়েছি। একটি বন্য প্রাণী কে বাঁচাতে পেরে আমরা সকলেই খুব খুশি।