পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান হসপিটালে রক্ত সংকট মেটাতে উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে রক্ত সংকট মোকাবেলায় যুবশক্তি। পূর্ব বর্ধমান জেলার প্রত্যেকটি ব্লক থেকে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা তাদের রক্ত দান করবেন। এই বিষয় নিয়ে আজ গোবিন্দপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান বলেন, গতকাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন। তারপর আমাদেরও নির্দেশ দেয়া হয়েছে প্রত্যেকটি ব্লকে এই বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করার। আমরা এই বিষয় নিয়ে বর্ধমান দু’নম্বর ব্লকের প্রত্যেকটি অঞ্চলের যুব সভাপতিদের নিয়ে আলোচনা করেছি। আমাদের ব্লকের যুবকর্মীরা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে গিয়ে তাদের রক্তদান করবেন। আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বর্ধমান ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার, পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব।