ইন্দাস মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে আকর্ষণের কেন্দ্র বিন্দুতে সেল্ফি জোন সঙ্গে বিভিন্ন বিভাগের স্টল।

0
99

আবদুল হাই, বাঁকুড়াঃ – তোমাদের আগমনে হাজার কলিরা পাপড়ি মেলে আধার রজনী শেষে পুবের আকাশে রক্তিম সূর্য্য দোলে হৃদয় বীণার তারে নতুনের সুরে সুরে তোমাদের করছি বরণ শুভ হোক তোমাদের আগমন

নবীন সাথীরা হাতে হাত রাখো বল পুষ্পিত বিশ্ব চাই ভুলে হানাহানী মুছে ব্যাথা গ্লাণী এসো মুক্তির কেতন উড়াই

তোমাদের পদভারে মুখরিত হবে এই আঙিনা হৃদয় দোয়ার খুলে করছি বরণ তাই ভুলে গিয়ে সব বেদনা হৃদয় বীণার তারে নতুনের সুরে সুরে তোমাদের করছি বরণ শুভ হোক তোমাদের আগমন ‘॥পলাশ ফুল দিয়ে যেমন বসন্তকে বরণ করে নেওয়া হয় ঠিক তেমনি বুধবার বাঁকুড়ার ইন্দাস মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের কপালে চন্দনের ফোঁটা, গোলাপ ফুল,কলম দিয়ে বরণ করা হলো। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে সারাদিন ধরে চলে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। নবাগতদের পাশাপাশি অন্যান্য ছাত্র ছাত্রীদের চোখে মুখেও ছিল খুশির ঝিলিক। এই প্রথম এই মহাবিদ্যালয়ে ছাত্র ছাত্রী অধ্যাপক অধ্যাপিকাদের উদ্যোগে তৈরি হয়েছে বিশেষ সেল্ফি জোন ও বিভিন্ন বিভাগের স্টল ।