আবদুল হাই, বাঁকুড়াঃ – কোন রকমে বেঁচে থাকার মরিয়া চেষ্টা, কোন রকমে নষ্ট হওয়া ধান আদায় করার আপ্রা ণ চেষ্টা। ক্ষতি তো যা হবার হয়ে গেছে তবুও যেটুকু উদ্ধার করা যায় সেই জন্য দাঁতে দাঁত চেপে লড়াই গোবিন্দপুর এলাকার চাষীদের। মিজাউমের অকাল বর্ষনে জলের তলায় চলে গিয়েছিল ধান সেই ধান কোন রকমে জল থেকে ছেকে ছেকে তুলে নিয়ে যায় বাড়ি কিন্তু সেই অবস্থায় থাকলে ধান থেকে অঙ্কুরিত হবে ফলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে এরকম পরিস্থিতিতে সেই ধান যতটা সম্ভব রক্ষার জন্য ইন্দাস ব্লকের গোবিন্দপুর এর রাজদীঘির ফুটবল মাঠে ধান শুকানোর মেলাতে অংশগ্রহণ করে ওই এলাকার চাষীরা।