ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিনব এক বিদায় সম্বর্ধনা পালন করলো শিক্ষক শিক্ষিকারা।

0
262

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত দুর্লভপুর গ্রাম। দুর্লভপুর থেকে বালুরঘাট শহর প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে। তাই এই প্রত্যন্ত এলাকার শিশুরা বাবা মায়ের সাথে শহরে এলেও রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সুযোগ পায়নি বললেই চলে। এরই মাঝে দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পাস করে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হবে ষষ্ঠ শ্রেণীতে। এই ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অভিনব এক বিদায় সম্বর্ধনা পালন করলো শিক্ষক শিক্ষিকারা। বুধবার বালুরঘাট ব্লকের একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তাদের রেস্টুরেন্টের খাওয়ানোর পাশাপাশি সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা পালন করলো স্কুল কর্তৃপক্ষ। প্রত্যন্ত এলাকার এই ছাত্রছাত্রীদের অভিনব এই বিদায় সংবর্ধনা কে সাধুবাদ সাধারণ মানুষ।