স্বপ্নের ঘোর : রাণু সরকার।

0
364

মার্জনা করো স্বপ্নের ঘোরে আচ্ছন্ন ছিলাম-
বিহুল দৃষ্টিতে থাকা জীবন নয় গো-তবে অস্থায়ী শান্তি পাওয়া।
শ্বাস গ্রহন বা ত্যাগ জীবন নয় শুধুই বাক্যালাপ।
যা’র জন্য বেঁচে আছি।
কিছু মর্মভেদী বচন করেছিলো দান- এদের নিয়ে কি বাঁচা যায়, এরা একসময় যদিও বা করেছে প্রাণত্যাগ।

সুদর্শনের কৃত্রিম হাসির বদন-অধিকাংশই তা’ মন ধরে রাখে না-
এখন আমার নিষ্কলঙ্ক রজনী,আগামীকাল বিহানে সূর্য রশ্মি ছড়িয়েছিলো তার অঙ্গভঙ্গিতে,
দৃষ্টিবিনিময় হলো বটে-
আমি তখন নিদ্রাতুর-আমার নিশা তো দীর্ঘস্থায়ী,কিন্তু এখন অবসান।।