কেমন চলছে জীবন সংসার??
জীবন বদলে গেছে সময়ের সাথে
বয়েসের রদবদল।
রঙ্গীনরা হাওয়ায় মেলেছে পাখা..
লাল নীল শাড়িতে এখন আর মানায় না।
সময় গুলো হঠাৎ করে আমার সামনে এসে
থমকে গেছে….
আমার জীবনের রদবদল,সংসারে মুখ পাল্টিয়েছে।
ক্ষমতার রদবদল এই সংসার জীবনে।
ঘরে বাহিরে মনের মানুষ গুলোর সাথে বেড়েছে দূরত্ব…..
চেনা মানুষ গুলো অনেক অচেনা হয়ে গেছে।
কাছের মানুষ গুলোর গাম্ভীর্য বেড়েছে,
না দেখার ভান করে পুরো ফ্রেমের চশমা পড়ে…
দূরের মানুষকে পরিষ্কার দেখে…
ঘরের জানালা দরজার মেরামত করে…
আভাস পত্রে মত নতুন রদবদল হয়…
শুধু ভয়ে দিবা রাত্রি কাটে আমার।
পরিবর্তনের রঙ্গের ছোঁয় লেগেছে সংসারে,,,
কখন আমি হয়তো রদবদল হয়ে যাই…..
এই মানুষ গুলোর হাতে……