বনলতার পাশে ফুটপাতের ব্যবসা করাকে কেন্দ্র করে বনলতার শ্রমিকদের বিক্ষোভের মুখে ফুটপাতে বসা ব্যবসায়ীর।

0
176

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  বনলতার পাশে ফুটপাতের ব্যবসা করাকে কেন্দ্র করে বনলতার শ্রমিকদের বিক্ষোভের মুখে ফুটপাতে বসা ব্যবসায়ীর।
বাঁকুড়া জয়পুর ব্লকের সুনামধন্য রেস্টুরেন্ট বনলতা, সেই বনলতার পাশে ফরেস্ট ও রাস্তার উপরে বসে ব্যবসা করছিলেন এক মাটির জিনিসপত্র বিক্রি করা ব্যবসায়ী। আর সেই ঘটনা জানতে পেরে বনলতার মালিক মহাদেব মন্ডল বন্ধ করে দিলেন হোটেল এন্ড রিসোর্ট। প্রায় ৫০০ এর উপর লেবার তাদের কাজ হারিয়ে ঘিরে ধরেন ওই মাটির জিনিসপত্র বিক্রি করার ব্যবসায়ীকে। তাদের দাবি তারা কাজ হারিয়েছেন তাদের বেতন দিতে হবে এই মাটির জিনিসপত্র বিক্রয় করা ব্যবসায়ীকে। না হলে তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। তবে এই কথা মানতে নারাজ পুতুল ব্যবসায়ী তিনি বলেন তারা কারোর জায়গার উপর ব্যবসা করছেন না তারা ফুটপাতে ব্যবসা করছেন তাই তারা জিনিসপত্র বিক্রয় করে যাবে আর ফুটপাতে ব্যবসা হাজার হাজার ব্যবসায়ী এই ফুটপাতের উপর ব্যবসা করেই খাচ্ছেন বাঁকুড়া জেলার মন্দির নগরী বিষ্ণুপুর সহ জয়পুরে। জয়পুরে তে কাঠ ব্যবসায়ী সমিতির ঘর রয়েছে, বড় বড় দোকান ঘর রয়েছে তাদের কোন অসুবিধা হচ্ছে না এনার কেন অসুবিধা হচ্ছে? সেটাই কেউ জানতে পারছে না। কি অপরাধ এই ব্যবসায়ী প্রশ্ন উঠতে শুরু করেছে