পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বুধবার বর্ধমান রেল স্টেশন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
দুর্ঘটনায় জেরে নিহত হয় ৩ জন, এবং আহত হয় বহু।
আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে হাজির রাজ্যের মন্ত্রি সহ জেলাশাসক জেলা পুলিশ সুপার ও স্থানীয় বিধায়ক ।
গতকাল অর্থাৎ বুধবার বেলা বারোটা নাগাদ বর্ধমান স্টেশন চত্বরে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বর্ধমান স্টেশনের দুই ও তিন নম্বর প্লাটফর্মের মাঝে থাকা প্রায় ১০০ বছরেরও বেশি পুরাতন জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে প্ল্যাটফর্মের থাকা রেল যাত্রীদের উপর। ঘটনায় আহতদের বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। আজ আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার আমন দীপ, বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা।
রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রাজ্য সরকারের পক্ষ থেকে আহতদের পঞ্চাশ হাজার টাকা করে অনুদান তুলে দেন এবং নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে অনুদান দেন বলে জানা গেছে।
মন্ত্রী স্বপন দেবনাথ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলের গাফিলতির ফলে বারবার ঘটে যাওয়া দুর্ঘটনা নিন্দা করেন।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান রেল স্টেশনের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে হাজির রাজ্যের মন্ত্রি...