পূঃ বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি সন্ধ্যে ৭টা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তিনি আহতদের সঙ্গে কথা বলেন। তাঁদের কি কি অসুবিধা রয়েছে, কি সাহায্য চাইছেন সমস্ত বিষয় নিয়েই তিনি কথা বলেছেন বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যপাল। সাংবাদিকদের রাজ্যপাল জানিয়েছেন, একটা দুর্ঘটনা ঘটেছে। কি কারণে ঘটেছে তার তদন্ত চলছে। তিনি নিজেও গোটা বিষয়টি নজরে রেখেছেন। রেল দপ্তরের গাফিলতির অভিযোগ সম্পর্কে তিনি জানিয়েছেন, তদন্ত চলছে। রাজ্যপাল জানিয়েছেন, এদিন তিনি আহতদের জানিয়েছেন, তাঁদের চিকিত্সার সবরকমের সহযোগিতা করা হবে। এদিন হাসপাতালে ভর্তি থাকা একটি শিশুর পড়াশোনার ক্ষতির কথা তার মায়ের কাছ থেকে শুনে রাজ্যপাল প্রতি মাসে রাজভবন থেকে ওই শিশুর শিক্ষার জন্য ৫ হাজার টাকা করে ১ বছর দেবার কথা ঘোষণা করেন। এরই পাশাপাশি আহতদের চিকিত্সা সংক্রান্ত বিষয়ে এদিন তিনি হাসপাতালের চিকিত্সক এবং আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পর রাজ্যপাল চলে যান দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল তিনি পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, বিশেষ করে আহতদের সবরকমের সহযোগিতার জন্য রাজভবন প্রস্তুত রয়েছে। পাশাপাশি বর্ধমান স্টেশনে রাজ্যপাল উপস্থিত হন দুর্ঘটনাস্থল পরিদর্শনে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বর্ধমান স্টেশনের জলের ট্যাঙ্ক দুর্ঘটনায় আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এলেন...