রাইস মিল নিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।

0
312

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-রাইস মিল নিয়ে বিক্ষোভ এলাকাবাসী। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের রাইস মিলের পূর্ব দিকে গ্রামের মানুষদের মিলের নোংরা জল, নোংরা ছাই, বিকট শব্দ গ্রামের জমিতে ফসল নষ্ট একাধিক অভিযোগ করছে এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে মৌখিকভাবে এলাকার মানুষ মিল মালিক কে জানিয়ে আসলেও মিল মালিক কোন গুরুত্ব দেয়নি এখনো পর্যন্ত। এলাকার মানুষ দাবি করছে রাইস মিল যখন হয় তাদের কাছ থেকে কোনরকম জানানো বা লিখিত না হয়নি। রাইস মিল আগে চাটাই দিয়ে করা হয়েছিল তারপর ধীরে ধীরে বড় করা হয় সমস্যা তখনই দেখা যায়। প্রায় হাজার মানুষের বাস এই গ্রামে প্রতিদিনই সেই সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকার মানুষদের ছোট ছোট বাচ্চাদের বাড়ি থেকে বের করা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাদের ঘুম পড়াশোনা সবই নষ্ট হচ্ছে এই মিলের জন্য। তাই এলাকার মানুষ অতিসত্বর এই সমস্যার সমাধান চাইছে অন্যথায় মিল বন্ধ থাকুক যতদিন না সমস্যার সমাধান হবে। কংগ্রেসের নেতা প্রভাত সরকার সে বিক্ষোভে উপস্থিত ছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান একটি মিল বন্ধ না করেও মিল থেকে যে সমস্যা হচ্ছে সমস্যাগুলো কি অতিসত্তর সমাধান করলেই শান্তিতে বসবাস করতে পারবে।উদ্দীকন কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে জানানো হয়েছে।এলাকার বাসি বারংবার কে জানায় তাদের সমস্যার কথা কিন্তু মিল মালিক এলাকার মানুষদের কোন গুরুত্ব দেয়নি।আমরা যাওয়ার পর মিল বন্ধ ছিল। এই ব্যাপারে মিল মালিকের সঙ্গে যোগাযোগ হয়নি।