বালুরঘাট পৌরসভা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ ও ন্যায্য দাবির সপক্ষে ডেপুটেশন দিল বালুরঘাটের বামফ্রন্টের কর্মীরা।

0
230

দক্ষিন দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – বালুরঘাট, ১৫ ডিসেম্বর – পৌর পরিশেবার অব্যাবস্থার প্রতিবাদে বালুরঘাট পৌরসভা ঘেরাও করে অবস্থান বিক্ষোভ ও ন্যায্য দাবির সপক্ষে ডেপুটেশন দিল বালুরঘাটের বামফ্রন্টের কর্মীরা। আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের বিভিন্ন স্তরের আটকে থাকা অর্থ প্রদান, ছয় মাস ধরে বন্ধ শ্মশানের বৈদ্যুতিক চুল্লি চালু করা, বয়স উপযুক্তদের বৃদ্ধ ভাতা, গরিবদের নিয়মিত জি আর প্রদান, শহরের বিভিন্ন ওয়ার্ডের রাস্তা সংস্কার, অতি দ্রুত পৌরসভার বিভিন্ন উৎসব ভবন সংস্কার করাব, পৌরসভার অন্তর্গত গরিব মানুষের ন্যায্য পাট্টা প্রদান সহ অপরিকল্পিত খাতে অর্থ অপচয়ের প্রতিবাদে নয় দফা দাবিতে পৌরসভার সামনে দুপুরে অবস্থান বিক্ষোভ করে অন্তত সাতশো বামফ্রন্ট কর্মী সহ পৌর নাগরিকবৃন্দ। এদিন বিক্ষোভ অবস্থানে বক্তব্য রাখেন বাম নেত্রী সচেতা বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব।
বিক্ষোভ সভা পরিচালনা করেন রামজী প্রসাদ, কনক কুমার রায়।