মেয়ের অন্নপ্রাশনে রক্তদান শিবির মায়ের।

0
142

আবদুল হাই, বাঁকুড়াঃ- মেয়েকে জন্ম দিতে গিয়ে প্রচুর পরিমাণ রক্ত ক্ষরণ হয় মায়ের। যারা সবথেকে বড় সরকারি হাসপাতালে স্পেশাল মেডিকেল ইউনিট বসানো হয়। ৪৩ ইউনিট রক্ত দেয় ব্লাড ব্যাংক। তারপর জন্ম হয় ফুটফুটে দেবাদ্রিতার। বেশ কয়েকদিন অজ্ঞান থাকেন দেবাদৃতার মা। যখন জ্ঞান ফিরে তখন প্রতিজ্ঞাবদ্ধ হন, মেয়ের অন্নপ্রাশনে রক্তদান শিবিরের আয়োজন করবেন যাতে অন্য কোন মাকে জন্ম দেওয়ার সময় রক্তের অভাব না পেতে হয়।

এদিন ১৫ই ডিসেম্বর বাঁকুড়ার মানকানালীতে অন্নপ্রাশন পালন করা হল ছোট্ট দেবদৃতার। অন্নপ্রাশনে আয়োজন করা হয়েছিল বিশেষ রক্তদান শিবিরের। রক্তদান শিবিরের রক্ত দিতে জমা হোন বহু সহৃদয় মানুষ।

দেবাদৃতার মা নিজের মেয়ের অন্নপ্রাশনের রক্তদান শিবির পালন করে যে দৃষ্টান্ত স্থাপন করলেন তার নজির খুবই কম। হয়তো এই বিশেষ অন্নপ্রাশন থেকে অনুপ্রেরণা নিয়ে আরো মানুষ এগিয়ে আসবেন এই ধরনের অনুষ্ঠান করার জন্য, এমনটাই আশা রাখছেন বহু স্বেচ্ছাসেবী সংগঠন।