মাধ্যমিক পরীক্ষার আগেই পরীক্ষা ছাত্র ছাত্রীদের।

0
110

আবদুল হাই, বাঁকুড়াঃ- আগামী ২ ফেব্রুয়ারী শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তার আগেই পরীক্ষার্থীদের চূড়ান্ত প্রস্তুতি ও ভয়ভীতি দূর করতে ও পরীক্ষার্থীদের মান যাচাই করতে উদ্যোগ নিল বাঁকুড়া জেলা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। সংগঠনটির উদ্যোগে জেলার ২২ টি কেন্দ্রে বিনামূল্যে মক টেস্ট শুরু হলো। শনিবার সোনামুখী শহরের সোনামুখী নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সোনামুখী শাখার পরিচালনায় স্থানীয় বি জে হাইস্কুলে পরীক্ষা শুরু হয় । সংগঠনের তরফে জানানো হয়েছে, বিগত বছর গুলোর ন্যায় এবছরও বিনামূল্যে এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের সামর্থ্য যাচাই করার বন্দোবস্ত করা হয়েছে।এদিন সোনামুখী ব্লক এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ১৮০ জন মাধ্যমিকের ছাত্র-ছাত্রী মক টেস্টে অংশগ্রহণ করে। মোট চারটি বিষয়ের মক টেস্ট হবে। আজ ইংরেজি বিষয় দিয়ে মক টেস্ট শুরু হলো বলে সংগঠন জানায়।