দিল্লিতে সংসদ ভবন কাণ্ডে এবার নাম উঠে এলো নদীয়ার বিরনগরের এক যুবকের।

0
192

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দিল্লিতে সংসদ ভবন কাণ্ডে এবার নাম জড়ালো নদীয়ার তাহেরপুর থানার বিরনগর এলাকার সৌরভ চক্রবর্তী ললিত ঝা ঘনিষ্ঠ। এদিন সংসদ ভবনের ভেতরের ঘটনার যে ভিডিও সেটা ললিত পাঠায় সৌরভ চক্রবর্তী কে এবং বলে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য। সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট, বর্তমানে কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত। যদিও বর্তমানে তিনি বাড়িতে নেই পরিবার নিয়ে গত দুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন ফিরবেন আগামীকাল। তবে এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা ঘটনা শুনে হতবাক হয়ে পড়ে।
১০ই মে ললিত ঝা র সাথে কফি হাউসের তার সাথে পরিচয় হয় সেখানে সামাজিক অবক্ষয় নিয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যই ছিল তার কাজ। তার সাথে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা হয়েছিল। সংসদের হামলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছে আসে এবং সেখানে বলা হয়েছিল যে সার্কুলেট করো জয় হিন্দ, তারপরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে ইতিমধ্যে রাজ্যপালের কাছে ডেপুটেশনের জমা দেন সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তীর বাড়ি নদীয়ার তাহেরপুর থানার বিননগর হাটখোলা পাড়া ১০ নম্বর ওয়ার্ড। এমত পরিস্থিতিতে আজ সৌরভ চক্রবর্তীর পরিবার জানান, সৌরভ বরাবরই একটু চাপা স্বভাবের নিজের কথা সব সময় সবকিছু খুলে বলে না। তবে এই ঘটনা জানার পর থেকে আমরা খুবই ভেঙে পড়েছি। অন্যদিকে এই ঘটনার প্রসঙ্গে সৌরভ চক্রবর্তীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, যে ভিডিও তিনি পোস্ট করেছেন তা তিনি ভুল করে করে ফেলেছেন।