তথ্য পাচারের অভিযোগে ধৃত কালিয়াগঞ্জ থেকে।

0
232

উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- এদিকে গোয়েন্দাদের একটি সূত্রে খবর, এটিএসের জালে ধৃত যুবক মোবাইলে অনলাইন গেম খেলত। একবার অনলাইন গেম খেলে জেতার পর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা ক্রেডিট হয়। ছেলের দাদা মানিক মাহাতো বলেন মাত্র দুই হাজার টাকা ঢুকেছিল সেটা ফিরত করে দিয়েছে। মুক্তা মাহাতোর মা বলেন গেম খেলার সময় তার একাউন্টে ২০০০ টাকা আছে কে পাঠালো কিছু জানা নেই।
দেশের তথ্য বাইরে পাচারের অভিযোগে অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের (এটিএস) হাতে গ্রেপ্তার কালিয়াগঞ্জের যুবক। ধৃত যুবকের নাম মুক্তা মাহাতো (২২)। শুক্রবার তাকে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় এটিএস।

ধৃতের আইনজীবী ধ্রুবজ্যোতি দেবভূতি বলেন, আমার মক্কেল মুক্তা মাহাতো কালিয়াগঞ্জ থানার রাতন কাকড়া মোড় এলাকার বাসিন্দা। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে এটিএস গ্রেপ্তার করেছে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আমার মক্কেলের অ্যাকাউন্টে কিছু টাকা লেনদেন হয় বলে অভিযোগ।
রায়গঞ্জ জেলা আদালত সূত্র মাধ্যমে যানা যায় এটিএস কালিয়াগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছো তার বিরুদ্ধে দেশের তথ্য বাইরে পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এদিন ধৃতকে সিজেএম হে আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে বিচারক ধৃতকে ১৮ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে মুম্বাইয়ের থানে সিজেএম আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন।