নিজস্ব সংবাদদাতা, মালদা:- নিয়ন্ত্রণহীন বেসরকারি বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোটো। গুরুতর হলেন টোটো চালক। বাসের ধাক্কায় মৃত্যু হল রাস্তার পাশে বাড়ির সামনে বেঁধে রাখা এক গবাদিপশুর। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট থিনগর এলাকার রাজ্য সড়কে। জানা গেছে, মালদা যাওয়ার পথে বামনগোলা থানার পাকুয়াহাট এলাকার থিনগরে এলাকায় বাস দুর্ঘটনা। নালাগোলা থেকে মালদা যাওয়ার পথে টোটো কে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গবাদিপশু ও টোটোকে ধাক্কা মারে।ঘটনাস্থলে একটি গবাদিপশু প্রাণ হারায় এছাড়াও টোটোকে থাক্কা লাগলে টোটো চালক আহত হয়। তড়িঘড়ি এলাকাবাসী টোটো চালককে উদ্ধার করে মোদি পুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনগোলা থানার আইসি সহ পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। ঘন্টা খানেক ধরে পথ অবরোধ থাকে। খবরবপেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে।এলাকবাসী দাবি দৈনিক নালাগোলা মালদা রাজ্য সড়কে বাস দ্রুত গতিতে চলাচল করার জন্যই এই দুর্ঘটনা এই এলাকায় স্প্রিটবেকার লাগানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।অবশেষে বামন গোলা থানায় আইসি, আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন এলাকাবাসী।