প্রাথমিক শিক্ষা সংসদে প্রতিনিধিত্ব করার দাবিতে উস্থির মিছিল ও ডেপুটেশন।

0
290

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন। বিভিন্ন পেশাগত দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করে নজির সৃষ্টি করেছে সংগঠনটি। সোমবার এই সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে বাঁকুড়া শহরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। তামলিবাঁধ বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয়, মিছিলটি সমগ্র মাচানতোলা পরিক্রমা করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে জমায়েত হয়। শিক্ষক সংগঠনের দাবী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে অন্যান্য প্রাথমিক শিক্ষক সংগঠনের মত তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। পাশাপাশি বাঁকুড়া জেলার সমস্ত সার্কেল অফিসে প্রতিনিধিত্ব করার দাবি জানান তাঁরা। পরে তাদের একটি প্রতিনিধি দল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি কে তাদের দাবি পত্র তুলে দেন এবং আলোচনা করেন।