নিজস্ব সংবাদদাতা, মালদা:-এক আজব মেলা এই মেলায় মেয়েরাও খেলে জুয়া। মূলা ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদার মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে জমজমাট জুয়ারী মেলা। লেউড়ির মেলা বলেও বিখ্যাত এই মেলা। বিশেষ ধরনের নিষ্ঠান্ন এই লেউড়ি শুধু এই মেলাতেই পাওয়া যায়। মেলায় আগতরা জানিয়েছেন, বেহুলা কে কেন্দ্র করে প্রতিবছর ভোলা ষষ্ঠী উপলক্ষে বসে জমজমাট মেলা। মেলায় অন্যান্য মিষ্টান্ন পাশাপাশি বিক্রি হয় বিখ্যাত লেওড়ীর মিষ্টান্ন। পাশাপাশি, রীতি মেনে মহিলারাও জুয়া খেলেন এই মেলায়। এদিন সকাল থেকেই বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমা পূজার্চনা করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহিলারা পুজোয় অংশ নেন।
মহিলারা জানিয়েছেন, পূজার অন্যান্য সামগ্রী পাশাপাশি প্রাসাদে দেওয়া হয় লেউড়ি মিষ্টান্ন। সকাল থেকে শুরু হয় মেলা সন্ধ্যে নামতেই শেষ হয় মেলা।
Home রাজ্য দক্ষিণ বাংলা মূলা ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদার মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে জমজমাট জুয়ারী...