নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এবার লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ এক সমবায় সমিতির বিরুদ্ধে। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর দু’নম্বর ব্লকের অন্তর্গত হাটেশ্বর নবারুণ উন্নয়ন সংঘ সমবায় সমিতির। একাংশ চাষীদের অভিযোগ, ওই সমিতিটি তৈরি হয়েছিল চাষীদের আর্থিক সহযোগিতা করার জন্য, কিন্তু সমবায় সমিতির বর্তমান সেক্রেটারি আনসার আলী শেখ চাষীদের সাথে প্রতারণা করছে। অভিযোগ, এখন আর সমবায় সমিতি থেকে চাষীদের লোন দেওয়া হয় না সেই টাকা দিয়ে ঘুরপথে ধান কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয়। চাষীদের এও অভিযোগ, সম্পূর্ণ দালাল চক্র চলছে আর এই দালাল চক্রের পিছনে তৃণমূলের প্রভাবশালী নেতাদের হাত রয়েছে। এদিন এই ধরনের একাধিক অভিযোগ তুলে সমবায় সমিতির সামনে ক্ষোভ উগড়ে দেয় একাংশ চাষী। অন্যদিকে চাষীদের সাথে দিনের পর দিন প্রতারণা করায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের দারস্ত হয়েছিল চাষীরা। তবে এখনো পর্যন্ত তার কোন সুরহা না হওয়ায় আগামী দিনে আদালতের দারস্ত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধ চাষিরা। তবে চাষীদের তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে সমিতির সেক্রেটারি আনসার আলী শেখ, তার দাবি, চাষীদের সাথে কোন প্রতারণাই করা হচ্ছে না অহেতুক সমিতির বদনাম করার চেষ্টা করছে চাষীরা।