উত্তর মালদা মহিলা মোর্চার ডাকে মালদা থানা ঘেরাও কর্মসূচি।

0
68

নিজস্ব সংবাদদাতা, মালদা:- রাজ্যজুড়ে তৃণমূলের গুন্ডাদের দ্বারা নারীদের লাঞ্ছনা, অপমান, ধর্ষণ ও খুনেরর প্রতিবাদে উত্তর মালদা মহিলা মোর্চার ডাকে মালদা থানা ঘেরাও কর্মসূচি। এই মর্মে মঙ্গলবার বৈকাল তিনটে নাগাদ মালদা থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ ও রাজ্য সড়ক অবরোধ। প্রায় ঘন্টা খানেক ধরে চলে বিক্ষোভ। যদিও ঘটনাস্থলে মালদা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। রাজ্য সড়ক অবরোধ ও বিক্ষোভ চলাকালীন পুলিশের সাথে জড়িয়ে পড়েন বিজেপির সমর্থকরা।
ঘটনার প্রসঙ্গে জানা গিয়েছে, চলতি মাসের ৯ ই ডিসেম্বর রাত্রি বারোটা নাগাদ পুরাতন মালদা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পেশায় আইনজীবী অমরেশ দত্তের ছেলের জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই জন্মদিন অনুষ্ঠানে হঠাৎ অতর্কিতভাবে তৃণমূল কাউন্সিলরের ছেলে সুতিম ত্রিবেদী দলবল নিয়ে বাড়িতে চড়াও হয়। আর এই নিয়ে শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা। বাড়িতে থাকা সমস্ত খাবার ফেলে দেয় বলে অভিযোগ। পরবর্তীতে রাত্রি ১ টা নাগাদ বাড়ির মহিলাকে পেটে লাথি ও চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ। আরে এই গোটা ঘটনা নিয়ে মালদা থানায় দারস্থ হয়েছিলেন আইনজীবীর পরিবার।
তবে আশ্চর্যের বিষয় ঘটনা ঘটার সপ্তাহখানেক পার হয়ে গেল এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেননি মালদা থানার পুলিশ বলে অভিযোগ। প্রশাসনের প্রতি ক্ষুব্ধ হয়ে ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা মহিলা মোর্চার ডাকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ও থানা ঘেরাও।