নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- হবিবপুর থানার উদ্যোগে,হবিবপুর থানার বুলবুলচন্ডির অঞ্চলের তালপুকুর স্ট্যান্ডে জনসাধারণকে সচেতন করতে সেফ ড্রাইভ সেভ লাইভ (Safe drive save life) কর্মসূচি পালন করলো হবিবপুর থানার পুলিশ।হবিবপুর থানার আইসি সুবীর কর্মকারের উদ্যোগে, সোমবার দশটা নাগাদ বুলবুলচন্ডী নিমবাড়ি রাজ্য সড়কে বাইক চালক থেকে শুরু করে গাড়িচালকদের সচেতন করতে হাতে চকলেট নিয়ে পুলিশ প্রশাসন রাজ্য সরকার উপর দাঁড়িয়ে বাইক চালক ও গাড়িচালকদের দাঁড় করিয়ে চকলেট হাতে দিয়ে সচেতন করেন। পুলিশের আধিকারিকেরা বাইক চালকদেরকে হেলমেট পরে এবং গতি নিয়ন্ত্রণ রেখে বাইক চালাই তার জন্য তাদের কাছে আবেদন করেন অন্যদিকে গাড়ি চালকদের সিটবেল সহ গাড়ি ধীর গতিতে চালানোর আবেদন করেন এবং ট্রাফিক সিগন্যাল সকলেই নিয়ম মেনে পালন করেন এছাড়াও বিভিন্ন বিষয়ে তাদেরকে পুলিশ প্রশাসন তরফ থেকে সচেতন করা হয়।এছাড়াও বিভিন্ন গাড়িতে বিভিন্ন কালারের স্টিকার মেরে দেওয়া হয় যাতে রাতের অন্ধকারে গাড়ি দূর থেকে দেখতে সুবিধা হয়।