মালদহের মানিকচকে জলাশয় থেকে উদ্ধার শয়ে শয়ে রেশন কার্ড।

0
122

নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদহের মানিকচকে জলাশয় থেকে উদ্ধার শয়ে শয়ে রেশন কার্ড। তাও আবার মানিকচক গ্রাম পঞ্চায়েত ভবনের সংলগ্ন পুকুরে।এলাকাবাসী মাছ ধরার জন্য জল সেচের কাজ শুরু করেছিল মঙ্গলবার পুকুর পাড়ে আবর্জনা পরিষ্কার করতে চক্ষু চরক এলাকাবাসীর।মঙ্গলবার দুপুরে ঘটনাটি সামনে আসতেই সরগোল পড়েছে গোটা এলাকায়।গরীব মানুষের নামে ইস্যু হওয়া গুচ্ছ গুচ্ছ ডিজিটাল রেশন কার্ড পড়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন জলাশয়ে। মঙ্গলবার এই ঘটনাকে সামনে জানতেই ব্যাপক সোরগোল পড়ল মালদার মানিকচকে। ঘটনায় একরাশ ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গেলেন মানিকচকের বিডিও করমবীর কেশব ও মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার। তারা গিয়ে জলাশয় থেকে উদ্ধার করে নিয়ে গেলেন মোট ১০৫টি ডিজিটাল রেশন কার্ড। গোটা ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন মানিকচকের বিডিও।