সাত সকালে ভাল্লুকের আতঙ্ক।

0
153

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :- সাত সকালে ভাল্লুকের আতঙ্ক।আলিপুরদুয়ার-২ নম্বর ব্লকের উত্তর-পানিয়ালগুড়ি হয়ে দক্ষিন ঢালকর এলাকায় স্থানীয়রা ওই ভাল্লুকের দেখা পায়। খবর দেওয়া হয় বনদপ্তরকে। বক্সা বনদপ্তরের পূর্ব-রাজাভাতখাওয়া রেঞ্জ বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসেন। জানা গিয়েছে, ঝোপের মাঝে লুকিয়ে থাকে ওই ভাল্লুকটি। বেশ কিছুক্ষণের চেষ্টায় দক্ষিন ঢালকর চেকো নদীর পাশে ঘুম পাড়ানি গুলিতে কাবু করা হয় ওই ভাল্লুকটিকে। তাকে নেটবন্দি করে নিয়ে যাওয়া হয় রাজাভাতখাওয়ার প্রানী চিকিৎসা কেন্দ্রে। বন দফতর সূত্রে খবর, বন কর্মীরা দ্রুত ভাল্লুকটিকে রেসকিউ করতে সক্ষম হয়। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়েছে। প্রাপ্ত বয়ষ্ক ভাল্লুকটির শারীরিক পরিক্ষা করার করা হবে।