অভেদানন্দ মেলা উপলক্ষে “কে হবে দুবরাজপুরের সেরা” অনুষ্ঠান।

0
328

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত ৬৩ তম অভেদানন্দ মেলা উপলক্ষে এলাকার যুবক যুবতীদের জ্ঞানভান্ডার সমৃদ্ধ করার জন্য এবং তাঁদেরকে উৎসাহিত করার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় ও শ্রীদুর্গা মেডিকেলের সৌজন্যে এবং বিশিষ্ট শিক্ষক তথা কুইজ মাস্টার সৌমেন মুখার্জির ভাবনা ও সঞ্চালনায় সত্যানন্দ মঞ্চে “কে হবে দুবরাজপুরের সেরা” নামে একটি রিয়েলিটির শো-এর আয়োজন করা হয়। এই রিয়েলিটি শো’তে রেপিড ফায়ার রাউন্ড, বাজার রাউন্ড, এ শুধু গানের দিন শো মোট চারটি রাউণ্ডে খেলা হয়। ছয়টি গ্রুপে মোট ১২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তবে প্রতিটি রাউণ্ডে বেশি স্কোর করা টিমকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। এদিনে কে হবে দুবরাজপুরের সেরা নামে রিয়েলিটি শো’তে চ্যাম্পিয়ন হয় শৈবাল বন্দোপাধ্যায় ও অর্ণব চক্রবর্তী এবং দ্বিতীয় স্থান অধিকার করে সুদীপ্ত মুখার্জি এবং মেঘনা মাহাতা। তাঁদেরকেও উদ্যোক্তাদের পক্ষ থেকে আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়। বিজয়ী ও বিজিত টিমের সদস্যদের ট্রফি তুলে দেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এই অনুষ্ঠান দেখতে দর্শকদের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেল। উল্লেখ্য, বর্তমান সমাজ সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্ত না হয়ে পড়ে, সেজন্যই এই রিয়েলিটি শো’এর আয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনলাইন গেম, মুঠোফোন, কম্পিউটার বা ভিডিও গেমের ক্ষতিকর ব্যবহারকে রোগ হিসেবে চিহ্নিত করেছে। মোবাইল গেমে আসক্ত দেশের বর্তমান সমাজ। মোবাইলের যেমন ভালো দিক রয়েছে, তেমনই খারাপ দিকও রয়েছে। গেম, অতিরিক্ত ইন্টারনেট ও ফেসবুকে খারাপ দিকই বেশি। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এখন মোবাইল ফোনে আসক্ত। তাই এই আসক্তি কমাতেই উদ্যোক্তাদের পক্ষ থেকে এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয়।