বর্ধমান বি সি রোড সি এম এস হাইস্কুলে ভর্তি নিয়ে অশান্তি।

0
79

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রাইমারি বিভাগের প্রধান শিক্ষকের সঙ্গে হাই সেকেন্ডারি বিভাগের প্রধান শিক্ষকের সঠিক যোগাযোগ না থাকার কারণে ছাত্রদের ভর্তিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে।
ভোগান্তির স্বীকার হতে হচ্ছে অভিভাবক ও স্কুল ছাত্রদের।
স্কুলের প্রধান শিক্ষক বলেন, আমাদের স্কুল ঐতিহ্যশালী শুধু নয়, এই স্কুল থেকে ছাত্রছাত্রীরা রেঙ্ক করে। আমাদের স্কুলে ১৮০ টা ক্লাস ফাইভ এর জন্য আসন আছে ক্লাস রুমের ক্যাপাসিটি অনুযায়ী। এখানে দুটো প্রাইমারি স্কুল আছে একটা সরকারি এবং একটা বেসরকারি। বেসরকারি স্কুলটা সকালে হয় এবং সরকারি স্কুলটা দুপুরে হয়। কোর্টের নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত আর দুটো স্কুলের ছাত্র ছাত্রীদের দের ভর্তি নেওয়া হবে। সেই মোতাবেক আমরা ১৮০ জনকেই ভোট তিনি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা দুটি প্রাইমারি স্কুলকেই আবেদন করেছিলাম ১১০ এর বেশি ছাত্র-ছাত্রী ভর্তি করবেন না, তাতেও কিন্তু ২২০ জন হয়ে যায়। তবুও আমরা ম্যানেজ করে নেব ভেবেছিলাম। বেসরকারি প্রাইমারি স্কুলের ভর্তির ব্যাপারে সব কিছু ক্লিয়ার ছিল, কিন্তু যেটা দুপুরে হয় অর্থাৎ সরকারি প্রাইমারি স্কুল থেকে ১৬৮ জনের তালিকা আসে। আমরা প্রশ্ন করেছিলাম ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে কিন্তু কোন সদ উত্তর পাইনি।