নিজস্ব সংবাদদাতা, হরিরামপুর ২১শে ডিসেম্বর:- হরিরামপুর ব্লকের প্রাণকেন্দ্র হরিরামপুর । প্রশাসনিক উদাসীনতায় এই হরিরামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হাইমাস্ক লাইট সহ পথ বাতি গুলি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে । সন্ধ্যা নামলেই চারিদিকে অন্ধকারে ডুবে যাচ্ছে হরিরামপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো তার মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হল হরিরামপুর থানা মোড় এলাকা হরিরামপুর হাসপাতাল মোড় হরিরামপুর তালতলা মোড় হরিরামপুর মসজিদ মোড় সহ হরিরামপুরের প্রাণকেন্দ্র হরিরামপুর চৌরঙ্গি মোড়ে অবস্থিত বিভিন্ন পথ বাতি গুলি বন্ধ হয়ে পড়ে আছে। এর মধ্যে কিছু কিছু পথ বাতি মাঝে মাঝে জ্বলে আবার বন্ধ থাকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালিত এইসব পথবাতি তথা হাইমাস্ক লাইটগুলি রক্ষণাবেক্ষণ সেভাবে না হওয়ার কারণেই এই পথ বাতি সহ হাইমাস লাইট গুলি বিকল হয়ে পড়ে রয়েছে এরফলে সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষজন। এ প্রসঙ্গে হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া জানান অভিযোগটি তিনি পেয়েছেন এবং সঠিক টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা খুব দ্রুত তার সাথে সমস্যা সমাধানের জন্য হরিরামপুর পঞ্চায়েত সমিতি ব্যবস্থা গ্রহণ করবে ।এখন দেখার কত দিনে এই পথ বাতি গুলি আবার আগের মত জ্বলে ওঠে ।
বাইট হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেম চাঁদ নুনিয়া
Home রাজ্য উত্তর বাংলা প্রশাসনিক উদাসীনতায় এই হরিরামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হাইমাস্ক লাইট সহ পথ...