বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা, জন্য সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধে পৌঁছে দিতে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির।

0
146

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা, জন্য সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধে পৌঁছে দিতে রাজ্য জুড়ে অষ্টম পর্যায়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। মোট ৩৬ টি পরিষেবা নিয়ে ১৫ই ডিসেম্বর ২০২৩ থেকে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের এই দুয়ারি সরকার শিবির। বৃহস্পতিবার পাকুহাট পঞ্চায়েতের পাকুয়াহাট উচ্চ বিদ্যালয় এই দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়। যেখানে এলাকার জনসাধারণ সরকারের সব ধরনের সুবিধার পাই । এদিন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা বাউল গানের মাধ্যমে তুলে ধরা হয় দুয়ারে সরকার শিবিরের সহ ডেঙ্গু সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় বুধবার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের মাঠে। এবারারের দুয়ারে সরকার দেখা গিয়েছে জেলা প্রশাসনে উদ্যোগে রক্তদান শিবির এই প্রথম রক্তদান শিবির করা হয়েছে দুয়ারে সরকারের রক্তের সংকট মেটাতে এই দুয়ার সরকারের শিবিরে রক্তদান করতে দেখা গিয়েছে। এই বিষয়ে বামনগোলা ব্লকের বিডিও রাজু কুন্ডু বলেন– বামনগোলা পাকুয়াহাট এলাকায় দুয়ারে সরকার ক্যাম অনুষ্ঠিত হয় সেই বিভিন্ন পরিষেবা ব্যবস্থা রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই দুয়ারে সরকার অনুষ্ঠিত হয়। এই শিবিরে বিশেষ করে এবার রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে।