নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে রানাঘাট পুলিশ জেলার আবারো বড়সড় সাফল্য। জেলবন্দি এক আসামি হাসপাতালে চিকিৎসা চলাকালীন পালিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই সেই আসামীকে পাকড়াও করলো পুলিশ। জানা যায় গত ১১ই ডিসেম্বর এক জেলবন্দি আসামির হঠাৎই শরীর অসুস্থ হয়ে যাওয়ায় তাকে নদিয়ার রানাঘাটের সরকারি হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানো হয়, যদিও হাসপাতালে পুলিশের নিরাপত্তা ছিল আটোসাটো। কিন্তু তারই ফাঁকে পুলিশের নজর এড়িয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই আসামী, এরপর থেকেই আসামির খোঁজে কাল ঘাম ছুটে যায় পুলিশের। অবশেষে গতকাল বর্ধমান জেলা থেকে আসামিকে পাকড়াও করে পুলিশ, এরপর রানাঘাট পুলিশ জেলার হাতে তুলে দেওয়া হয়। গতকালই ওই আসামিকে পেস করা হয় আদালতে। জানা যায় পলাতক আসামীর নাম আব্দুল গফফার শেখ। শুক্রবার দুপুরে এই ঘটনায় নদীয়ার শান্তিপুর থানায় একটি সাংবাদিক বৈঠক করেন রানাঘাট পুলিশ জেলার এস ডিপিও প্রবীর মন্ডল। তিনি বলেন, ওই আসামী বেশ কিছু অপরাধমূলক ঘটনায় অভিযুক্ত ছিলেন, যদিও বিচারাধীন ছিলেন ওই আসামী। কিন্তু অবশেষে সেই আসামিকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি।