উমরাপাতাতে মৎস্য দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ শিবিরের আয়োজন।

0
114

পশ্চিম মেদিনীপু, নিজস্ব সংবাদদাতা:- মৎস্য চাষে আরো আগ্রহী করার লক্ষ্যে শুক্রবার বেলা তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’নম্বর ব্লকের উমরাপাতা এলাকায় রাজ্য সরকারের আতমা প্রকল্পের মধ্য দিয়ে মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য চাষে আরও স্থানীয় মৎস্য চাষীদের আগ্রহী গড়ে তুলতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ACO সঞ্জয় মাহাত, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মঞ্জু দুলের সহ অন্যান্য মৎস্য দপ্তরের আধিকারিকেরা।