নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- লক্ষ্য কণ্ঠের লক্ষ্য পূরণই কলকাতার ব্রিগেড । আজ কলকাতার ব্রিগেড মাঠে অনুষ্ঠিত হতে চলেছে লক্ষ্য কণ্ঠের গীতা পাঠ। গীতা পাঠ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন ব্রিগেডে উদ্দেশ্যে । শীতের কুয়াশার সকালকে উপেক্ষা করেই গোটা জেলার পাশাপাশি এদিন শান্তিপুর ফুলিয়া থেকে রওনা দিলেন ট্রেনে ও বাসে করে।