দীঘায় বীচ ম্যারাথন, জেলাশাসকের হাতে পুরস্কার নিল বিজয়ীরা।

0
54

দীঘা-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পূর্ব মেদিনীপুর রোড রেস এসোসিয়েশনের উদ্যোগে পূর্ব জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ২৪ শে ডিসেম্বর অনুষ্ঠিত হলো ” দিঘা বীচ ম্যারাথন”। এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে ” দিঘা বীচ ম্যারাথন” প্রতিযোগিতা। ২১ কিমি, ১০ কিমি ও ৬ কিমি পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়নদের হাতে রবিবার পুরস্কার তুলে দেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানভীর আফজাল। তিনটি বিভাগে বয়স অনুপাতে অংশগ্রহন করে প্রতিযোগীরা। ১০ বছর থেকে ৪৫ প্লাস বয়সের পুরুষ এবং ১০ বছর থেকে ৪০ প্লাস বয়সের মহিলারা অংশগ্রহণে সুযোগ পায়। বিভিন্ন বিভাগে প্রাইজ মানিও আলাদা। প্রথম দ্বিতীয় ছাড়াও প্রতিটি বিভাগের ৫০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। মোট প্রাইজ মানি ১০ লক্ষ টাকা। আজকে সকাল ৫ টায় এই প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন দেশ-বিদেশের প্রতিযোগিদের নিয়েই প্রতিযোগিতার আসর সমুদ্র সৈকতে বেশ জমেই ওঠে। জেলাশাসক পুরস্কার মঞ্চে বলেন শরীরচর্চার জন্য এই ধরনের প্রতিযোগিতা অনেকটাই ভালো।