বিশেষ সংবাদদাতা,কলকাতা:- ২২ ডিসেম্বর বেলা ৪টে থেকে ৬টা পর্যন্ত কলকাতার এশিয়াটিক সোসাইটিতে পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও দ্য এশিয়াটিক সোসাইটি,কলকাতা-র যৌথ উদ্যোগে আয়োজিত হলো ইতিহাসবিদ অধ্যাপক অনিরুদ্ধ রায় পঞ্চম স্মারক বক্তৃতা।”কলকাতার নগরায়নে ছোট ইংরেজদের ভূমিকা” বিষয়ে স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট ইতিহাস গবেষক,প্রথিতযশা শিক্ষাবিদ নিখিল সুর। এছাড়াও বক্তব্য রাখেন এশিয়াটিক সোসাইটির সভাপতি স্বপন প্রামানিক,বিশিষ্ট জনদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ অধ্যাপক রঞ্জিত সেন, ইতিহাস সংসদের সহ-সভাপতি অধ্যাপক সুস্নাত দাশ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতিহাস সংসদদের সভাপতি অধ্যাপক অরুণ বন্দোপাধ্যায়।সমগ্র অনুষ্ঠানটির প্রথম পর্বে সঞ্চালনায় ছিলেন ইতিহাস সংসদের যুগ্ম সম্পাদক অধ্যাপক বিমান সমাদ্দার ও শেষ পর্বে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন ইতিহাস সংসদের অপর যুগ্ম সম্পাদক অধ্যাপক মহীতোষ গায়েন।প্রায় দুই শতাধিক সাহিত্য ও
ইতিহাসপ্রেমী,ছাত্রছাত্রী গবেষক ,গুণীজনএদিন উপস্থিত ছিলেন।