বড়দিনের জমকালো প্রস্তুতি বালুরঘাটে।

0
72

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বড়দিনের চমকালো প্রস্তুতি বালুরঘাটে। বালুরঘাটের মাহিনগর ক্যাথলিক চার্চে শুরু হয়েছে জোড় প্রস্তুতি। বড়দিন উপলক্ষ্যে দু’হাজার বছর পূর্বের যীশুর জন্মের মুহূর্ত ফুটিয়ে তোলা হবে এই চার্চে। ২৪শে ডিসেম্বর রাতে শুধুমাত্র খ্রীষ্টধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে বিশেষ মুহূর্ত উদযাপন করা হবে ক্যাথলিক চার্চে। এদিন সংবাদমাধ্যমের সামনে চার্চের তরফে অনিল মুর্মু জানিয়েছেন, বড়দিনের আগে ২৪ শে ডিসেম্বর রাতে প্রভু যীশুর জন্মের বিশেষ মুহূর্ত ফুটিয়ে তোলা হবে। সেই উপলক্ষ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। কেবলমাত্র খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরাই এই কার্যক্রমে উপস্থিত থাকবেন। ২৫ শে ডিসেম্বর শহরবাসীকে বড়দিনের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।