দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কথা বলে ” ধর্ম যার যার উৎসব সবার “। বাঙালির দূর্গা পূজা যেভাবে সর্ব ধর্মের পরিণত হয়েছে। ঠিক একই ভাবে বড়দিনও আপামর বাঙালির প্রাণের উৎসবে পরিণত হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির সারা বাংলা জুড়েই ছড়িয়ে রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা এর থেকে ব্যতিক্রম নয়। দক্ষিণ দিনাজপুর জেলার মাহিনগর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত বড়দিনের অনুষ্ঠান একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকেই এখানে যেমন খ্রিস্টান ধর্মের মানুষজন প্রার্থনায় শামিল হয়েছেন। এমন ভাবেই হিন্দু ধর্মের মানুষ জনও সামিল হয়েছে এই উৎসবে। বড়দিন উপলক্ষে এলাকায় বসেছে বিশাল মেলা। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহাসমারহে পালিত হবে বড়দিনের উৎসব।
Home রাজ্য উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর জেলার মাহিনগর ক্যাথলিক চার্চে অনুষ্ঠিত বড়দিনের অনুষ্ঠান একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির...