বড়োদিনের উৎসবের আবহে মালদার চাঁচলে ভর সন্ধ্যায় দুঃসাহিক কায়দায় ডাকাতি।

0
68

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—-বড়োদিনের উৎসবের আবহে মালদার চাঁচলে ভর সন্ধ্যায় দুঃসাহিক কায়দায় ডাকাতি। সোনার দোকানে ঢুকে সাটার ফেলে সোনাদানা লুঠ করল পাঁচজনের এক সশস্ত্র দুষ্কৃতী দল। লুঠপাঠের পর গুলি ছুঁড়তে ছুঁড়তে চম্পট দিল দুষ্কৃতীরা। চাঁচল থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চাঁচল বাজার এলাকায় এই দুঃসাহসিক ঘটনার প্রতিবাদে পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন উত্তেজিত জনতা। যদিও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সিটিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এলাকাবাসীর অভিযোগ দুর্গাপূজার সময় দশমীর দিন ডাকাতি হয়েছিল আবারো বড়দিনের সুযোগে ডাকাতি হল এই নিয়ে এলাকাবাসী সহ ব্যবসায়িক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে ওই সোনার দোকানের যাবতীয় লুট হয়।পুলিশ সূত্রে খবর সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে।এই নিয়ে ব্যবসায়ী মহলে নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছে ভোর সন্ধ্যায় ডাকাতির ঘটনায়।