নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিজের সার্ভিস বন্দুক দিয়ে গুলিতে মৃত কলকাতা পুলিশের কনস্টেবল। ওই কনস্টেবল এর নাম রতন পাল বয়স আনুমানিক ৫১ বছর। বাড়ি নদীয়ার হরিণঘাটা থানার সুবর্ণপুরে। সূত্রের খবর এরআগেও আত্মহত্যা চেষ্টা করেন তপন পাল।
জানা যায় রতন পাল দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কনস্টেবলের চাকরি করেন। তার একটি পুত্র সন্তান রয়েছে। গত সাত দিন আগে বাড়িতে ছুটিতে এসেছিলেন। গতকাল বাড়ি থেকে কলকাতা খাদ্য ভবনের রির্জাভ ফোর্সে গিয়ে ডিউটিতে যোগদান করেন।
রাতে পরিবারের কাছে মৃত্যুর দুঃসংবাদ আসে।
যদিও তপন পাল এর মৃত্যু নিয়ে কোন মুখ খুলতে নারাজ পরিবার।
তবে তপন পালের দাদার আর্তি, এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেন তপন পাল। তবে কি কারণে তা স্পষ্ট করেনি কেউই।
প্রতিবেশীদের দাবি, শারীরিক অসুস্থতা ছিল। প্রতিদিন নিয়মিত শরীরের অসুস্থতার কারণে ওষুধ খেতো বলে সূত্রের খবর। পাশাপাশি তিনি কিছুটা হলেও মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে প্রতিবেশী সূত্রের খবর এলাকায় সবার সাথে মিশতেন তিনি। কিছুটা ধার দেনা হয়েছিলেন বলে প্রতিবেশীরা দাবি করেন।
এ বিষয়ে প্রতিবেশী তপন পারুই দাবি করেন, এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল তপন পাল। তবে কি কারনে এমন ঘটনা ঘটালো তা নিয়ে কিছুই বুঝতে পারছেন না তারা। যদিও কনস্টেবল এর মৃত্যুর ঘটনাই শোকের ছায়া এলাকায়।